Ajker Patrika

পরীমণির সঙ্গে এডিসি সাকলাইনের সখ্যের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবদেন, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২: ০৫
পরীমণির সঙ্গে এডিসি সাকলাইনের সখ্যের ঘটনায় তদন্ত কমিটি

মামলার বাদী চিত্রনায়িকা পরীমণির সঙ্গে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সখ্যের অভিযোগে এরই মধ্যে তাঁকে বদলি করা হয়েছে। বদলির একদিন পরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মীর মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপ–পুলিশ কমিশনার হামিদা পারভীন, সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার। 

এদিকে অভিযোগ ওঠার পরই গত শনিবার অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েনকে সরিয়ে দেওয়া হয়। এই কর্মকর্তাকে গোয়েন্দা পুলিশ থেকে দাঙ্গা দমন বিভাগে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত