শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৫ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৫ ঘণ্টা আগে