Ajker Patrika

গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করতে না দেওয়ায় হামলা, ২ পুলিশ সদস্য আহত 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করতে না দেওয়ায় হামলা, ২ পুলিশ সদস্য আহত 

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের নিক্ষেপ করা ইট পাটকেলে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।

আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শামীম ও সাদ্দাম হোসেন।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হোসেন্দী উচ্চ বহুমুখী বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়। তখন হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য।

সংঘর্ষ মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকাআত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময়ের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে মানুষ দোকানপাট বন্ধ করে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত