ঢাবি প্রতিনিধি
ইসরায়েলি দখলদার বাহিনীর বিরোধিতা করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন থেকে পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্টস ইন বাংলাদেশের অন্যতম সংগঠক আব্দুল্লাহ বাদাবি, ফিলিস্তিনি শিক্ষার্থী আহমেদ ইসহাক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আকিব মুহাম্মদ ফুয়াদ, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কণ্ডু প্রমুখ।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েলকে যারা অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করেছে, সেখান (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকেই তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের সূচনা হয়েছে। যারা জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষের কোনো বিলে ভেটো দিয়েছে, তাদের দেশের শিক্ষার্থীই আজ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলছে। জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্র যতবার ‘নো নো’ বলেছে, তাদের শিক্ষার্থীরা তার চেয়ে বেশিবার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ‘ইয়েস ইয়েস’ বলেছে।
সাদ্দাম আরও বলেন, ‘যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক্স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা দেশগুলোকে গণতান্ত্রিক-অগণতান্ত্রিক বলে দেয়, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, তারাই ফিলিস্তিনকে মৃত্যু উপত্যকা বানিয়েছে। আমরা দেখেছি তাদের মুখোশ কীভাবে উন্মোচিত হয়েছে। আন্দোলন করার জন্য আমেরিকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। গাজায় আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চাই, প্যালেস্টাইনের নিরাপত্তা চাই।’
ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা হামলা-হয়রানির শিকার হয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার পরও যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে—বাংলাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে তাঁদের প্রতি সংহতি জানান সাদ্দাম।
জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্টস ইন বাংলাদেশের অন্যতম সংগঠক আব্দুল্লাহ বাদাবি বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজায় মৌলিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। আমাদের মা-বোনদের আর্তনাদ পরিসংখ্যানে আসে না। ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ও আপামর ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
ফিলিস্তিনি শিক্ষার্থী আহমেদ ইসহাক বলেন, ‘৭৫ বছর ধরে নির্যাতিত হয়ে আসছে ফিলিস্তিনের জনগণ। বিশ্বের শক্তিধর দেশগুলো সমাধান করছে না। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে। তাদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’
পদযাত্রা ও সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাবি, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজসহ রাজধানীর বিভিন্ন ইউনিট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন।
ইসরায়েলি দখলদার বাহিনীর বিরোধিতা করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন থেকে পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্টস ইন বাংলাদেশের অন্যতম সংগঠক আব্দুল্লাহ বাদাবি, ফিলিস্তিনি শিক্ষার্থী আহমেদ ইসহাক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আকিব মুহাম্মদ ফুয়াদ, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কণ্ডু প্রমুখ।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েলকে যারা অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করেছে, সেখান (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকেই তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের সূচনা হয়েছে। যারা জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষের কোনো বিলে ভেটো দিয়েছে, তাদের দেশের শিক্ষার্থীই আজ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলছে। জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্র যতবার ‘নো নো’ বলেছে, তাদের শিক্ষার্থীরা তার চেয়ে বেশিবার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ‘ইয়েস ইয়েস’ বলেছে।
সাদ্দাম আরও বলেন, ‘যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক্স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা দেশগুলোকে গণতান্ত্রিক-অগণতান্ত্রিক বলে দেয়, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, তারাই ফিলিস্তিনকে মৃত্যু উপত্যকা বানিয়েছে। আমরা দেখেছি তাদের মুখোশ কীভাবে উন্মোচিত হয়েছে। আন্দোলন করার জন্য আমেরিকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। গাজায় আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চাই, প্যালেস্টাইনের নিরাপত্তা চাই।’
ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা হামলা-হয়রানির শিকার হয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার পরও যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে—বাংলাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে তাঁদের প্রতি সংহতি জানান সাদ্দাম।
জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্টস ইন বাংলাদেশের অন্যতম সংগঠক আব্দুল্লাহ বাদাবি বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজায় মৌলিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। আমাদের মা-বোনদের আর্তনাদ পরিসংখ্যানে আসে না। ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ও আপামর ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
ফিলিস্তিনি শিক্ষার্থী আহমেদ ইসহাক বলেন, ‘৭৫ বছর ধরে নির্যাতিত হয়ে আসছে ফিলিস্তিনের জনগণ। বিশ্বের শক্তিধর দেশগুলো সমাধান করছে না। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে। তাদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’
পদযাত্রা ও সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাবি, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজসহ রাজধানীর বিভিন্ন ইউনিট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৫ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৭ মিনিট আগে