Ajker Patrika

সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার বাড়ি থেকে ইরা আক্তার(২৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ সিংগারডাক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইরার স্বামী মো. হোসেন একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার বাসিন্দা ইরা আক্তারের সঙ্গে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মো. হোসেনের বিয়ে হয়। অভাবের তাড়ানায় ইরা আক্তার এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। 

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত