Ajker Patrika

১৮ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৪৭
১৮ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের তিন মেয়াদে ১৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার আগে সরকারিভাবে চিকিৎসক ছিল ১৮ হাজারের মতো। গত তিন মেয়াদে আরও ১৮ হাজার নিয়োগ হয়েছে। একই সময়ে নার্স নিয়োগ হয়েছে ২০ হাজারের বেশি। ফলে বর্তমানে দেশে ৪৭ হাজার নার্স রয়েছেন। 

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। বার্ন ইউনিট হচ্ছে। নিউরোসায়েন্স, অর্থোপেডিক, স্কিন, মানসিক স্বাস্থ্যসেবাও চলবে এখানে। মেডিকেল কলেজেও সিট বাড়লে পদ বাড়ে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজে ১ হাজার ২০০ সিট বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এতে করে শিক্ষার্থীর পাশাপাশি চিকিৎসকদের পদও বাড়বে। আজ সচিব কমিটিতে মেডিসিনে নতুন করে ১৮৩টি পদ বাড়ানো হয়েছে। পদায়ন নিয়ে চিকিৎসকেরা যে দাবির কথা তুলেছেন, সেটা আমরা যতটা সম্ভব করব।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনায় তুলনামূলক মৃত্যু কম হয়েছে। আমেরিকার মতো দেশে ১০ লাখ মানুষ মারা গেছে, সে তুলনায় আমাদের এখানে মৃত্যু অনেক কম। শুরুর দিকে পিপিই, ল্যাব কিছুই ছিল না। দ্রুত সবগুলো করেছি। আমাদের ডাক্তার ও নার্সরা এবং অন্যান্য বাহিনীও নিবেদিত হয়ে কাজ করেছেন। ফলে পরিস্থিতি সামাল দেওয়া গেছে।’ 

করোনা এখনো যায়নি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘করোনা এখন রূপ বদলাচ্ছে। এ জন্য আমাদের সবকিছুই প্রস্তুত রাখতে হবে। কেননা, নতুন আরও একটি ধরন আসতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত