Ajker Patrika

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর সকালে গৃহবধুর ঝুলন্ত লাশ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর সকালে গৃহবধুর ঝুলন্ত লাশ 

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৫)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার চাষীরা গ্রামের মৃত জিন্নাত আলীর মেয়ে। তানিয়া টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী হাসান মানিকের সঙ্গে বাস করতেন। 

পুলিশ জানায়, গত রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী হাসান মানিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিয়ার। এরপর স্বামী হাসানের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ওই কক্ষটির সিলিংয়ের সঙ্গে স্ত্রীকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসান। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেন হাসান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে আসেন হাসান। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত