Ajker Patrika

নারায়ণগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এস এম ট্রেডার্স নামের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কারখানাটিতে আগুন লাগে। 

রাত পৌনে ৮টার দিকে শহরের মণ্ডলপাড়া ও ফতুল্লার হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। 

কারখানার শ্রমিকেরা জানায়, সন্ধ্যায় হঠাৎ সুতার স্তূপে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। আগুন দেখে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন তারা এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই টিনশেড দেওয়া কারখানাটির পুরো অংশেই আগুন ছড়িয়ে পড়ে। 

সুতা তৈরির কারখানায় আগুন নেভানোর কাজ করা হয়কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান বলেন, ‘সুতার দাম বাড়লে বিক্রি করব, সেই আশায় কারখানায় অনেক টাকার সুতা স্টকে ছিল। এই মালামাল বিক্রি করে আমার বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ দেব ভেবেছিলাম। কিন্তু এই আগুন আমার সব শেষ করে দিল।’ 

সুতা তৈরির কারখানায় আগুননারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং এর কাজ চলছে। সুতার কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।’ 

সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন, ধারণা করা হচ্ছে স্পার্ক বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত