Ajker Patrika

২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার আফ্রিকান নারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার আফ্রিকান নারী রিমান্ডে

২০ কোটি টাকার হেরোইনসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ সোমবার এ নারীকে আদালতে হাজির করে বিমানবন্দরে থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।  

ওই যাত্রী দক্ষিণ আফ্রিকা থেকে দোহা হয়ে কাতার এয়ারলাইন্সযোগে রোববার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদের সময় ওই বিদেশি তার লাগেজে কোনো কিছু থাকার কথা অস্বীকার করেন। এ সময় বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান করার সময় ট্রলি ব্যাগের ভেতর গুঁড়া ও দানাদার পদার্থ দেখতে পান। সেগুলো হেরোইন সন্দেহ হওয়ায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত