Ajker Patrika

সহপাঠীকে ধাক্কা, ৯ বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ২৭
ঢাকা কলেজের পাশের গলিতে বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস। ছবি: সংগৃহীত
ঢাকা কলেজের পাশের গলিতে বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস। ছবি: সংগৃহীত

বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আতিক আহতের ঘটনার জেরে ওই পরিবহনের ৯টি বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে বাসগুলো আটক করে কলেজের পার্শ্ববর্তী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলিতে নিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭) শিক্ষার্থী আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে আতিক পায়ে ও শরীরে আঘাত পান। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বাসগুলো আটকে রাখেন।

তাঁদের অভিযোগ, বাহাদুর শাহ পরিবহনের বাসগুলোর ফিটনেস নেই। তা ছাড়া তাঁদের একজন সহপাঠী এই পরিবহনের একটি বাসের ধাক্বায় আহত হলেও কোনো ধরণের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

রাজু নামের একজন শিক্ষার্থী বলেন, ‘বাহাদুর শাহ পরিবহন বাসের অধিকাংশের ফিটনেস নেই। আমরা চাই কেউ যেন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি না চালায়। সড়কে কেউ বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে মৃত্যুর মুখে ফেলে না দেয়।’

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা গাড়িগুলো আটকে রেখেছে। উভয়পক্ষ এখন মিটিং করে বিষয়টি সমাধান করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত