Ajker Patrika

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান রিমান্ড শেষে কারাগারে, আরেক মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪০
Thumbnail image

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে ৯ বছর আগে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

অন্যদিকে আরেকটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

নুরুজ্জামান হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে সকাল ৭টায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১২ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়াকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামানকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে নুরুজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে আজ হাজির করা হয়।

জনির বাবা ইয়াকুব আলী ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান সাবেক ১৩ পুলিশ কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতা–কর্মীকে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এর আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্ররোচনায় তৎকালীন ডিএমপি কমিশনারের নির্দেশে অন্য পুলিশ সদস্যরা বাদীর ছেলেকে আটক করে সুপরিকল্পিতভাবে ক্রসফায়ারের নামে হত্যা করেছেন।

আরেক মামলায় গ্রেপ্তার

উত্তরায় পোশাককর্মী আজিজ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সজল চন্দ্র পাল। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট উত্তরায় হাউজ বিল্ডিং অ্যান্ড ফাইনান্স করপোরেশনের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে পোশাকশ্রমিক আব্দুল আজিজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেন, আছাদুজ্জামান মিয়া এই ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণে পাওয়া যাচ্ছে। তাঁকে পরবর্তীকালে  রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত