রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে