Ajker Patrika

ভোটের জয় হোক

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
Thumbnail image

কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।

কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে। 

আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?

প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর। 
 
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত