অনিক হোসেন, ঢাকা
দেশজুড়ে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও রাজধানীতে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে অটল রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে হাট বসানোর জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তবে মহামারির এমন সময়ে অস্থায়ী পশুর হাট বসানোর ক্ষেত্রে বিকল্প চিন্তা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।
সারুলিয়ায় স্থায়ী হাটসহ মোট এগারোটি হাট বসানো চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চূড়ান্ত হওয়া হাটগুলোর মধ্যে দশটি হলো অস্থায়ী হাট। এগুলো হলো উত্তর শাহজাহানপুর খিলগাঁও বাজার এর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের আশপাশের খালি জায়গা এবং গোলাপবাগ ডিএসসিসি মার্কেটের পেছনের খালি জায়গা। এ ছাড়া সারুলিয়ায় ডিএসসিসির স্থায়ী হাটটিও যথারীতি বসবে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন আজকের পত্রিকাকে বলেন, 'আমরা মোট এগারোটি পশুর হাট বসানোর সকল কার্যক্রম চূড়ান্ত করেছি। হাট ব্যবস্থাপনার জন্য মনিটরিং কমিটিও করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী হাট পরিচালনা করা হবে।'
রাসেল সাবরিন জানান, ডিএসসিসিতে ১৩টি অস্থায়ী হাট বসার কথা থাকলেও সরকারি দর না পাওয়ায় শ্যামপুর, কমলাপুর এবং আমুলিয়া এই তিনটি অস্থায়ী হাট বাতিল হতে পারে। সে ক্ষেত্রে ডিএসসিসিতে তিনটি হাট কমবে।
উত্তর সিটিতে গাবতলি পশুর হাটসহ অস্থায়ী আরও নয়টি পশুর হাট বসছে। এগুলো হলো উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএসইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা পশুর হাট, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক–ই, সেকশন ৩ এর খালি জায়গা, মিরপুর–৬ ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের ও ২ নম্বর ব্রিজের পাশে সড়কের খালি জায়গা, বছিলার ৪০ ফুট কাঁচা রাস্তা সংলগ্ন রাজধানী ও স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটি এর খালি জায়গা এবং ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পার্শ্বে সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাট বসানোর জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গাবতলির স্থায়ী পশুর হাটসহ উত্তর সিটিতে মোট দশটি হাট বসবে। তবে যদি করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, সে ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে হাট বসবে কি বসবে না।
এদিকে কোরবানিতে পশুর হাট বসানো নিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের ভেতরে পশুর হাট বসলে সংক্রমণের হার আরও বহুগুণে বেড়ে যাবে।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে রাজধানীতে পশুর হাট বসানো সিটি করপোরেশনের একটি অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। যে হারে করোনায় মানুষের মৃত্যু হচ্ছে তাতে কোনোভাবেই শহরের মধ্যে পশুর হাট বসানো ঠিক হবে না। যদি হাট বসাতেই হয়, সে ক্ষেত্রে শহরের বাইরে খালি জায়গায় বসানোর চিন্তা করা যেতে পারে।
দেশজুড়ে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও রাজধানীতে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে অটল রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে হাট বসানোর জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তবে মহামারির এমন সময়ে অস্থায়ী পশুর হাট বসানোর ক্ষেত্রে বিকল্প চিন্তা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।
সারুলিয়ায় স্থায়ী হাটসহ মোট এগারোটি হাট বসানো চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চূড়ান্ত হওয়া হাটগুলোর মধ্যে দশটি হলো অস্থায়ী হাট। এগুলো হলো উত্তর শাহজাহানপুর খিলগাঁও বাজার এর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের আশপাশের খালি জায়গা এবং গোলাপবাগ ডিএসসিসি মার্কেটের পেছনের খালি জায়গা। এ ছাড়া সারুলিয়ায় ডিএসসিসির স্থায়ী হাটটিও যথারীতি বসবে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন আজকের পত্রিকাকে বলেন, 'আমরা মোট এগারোটি পশুর হাট বসানোর সকল কার্যক্রম চূড়ান্ত করেছি। হাট ব্যবস্থাপনার জন্য মনিটরিং কমিটিও করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী হাট পরিচালনা করা হবে।'
রাসেল সাবরিন জানান, ডিএসসিসিতে ১৩টি অস্থায়ী হাট বসার কথা থাকলেও সরকারি দর না পাওয়ায় শ্যামপুর, কমলাপুর এবং আমুলিয়া এই তিনটি অস্থায়ী হাট বাতিল হতে পারে। সে ক্ষেত্রে ডিএসসিসিতে তিনটি হাট কমবে।
উত্তর সিটিতে গাবতলি পশুর হাটসহ অস্থায়ী আরও নয়টি পশুর হাট বসছে। এগুলো হলো উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএসইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা পশুর হাট, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক–ই, সেকশন ৩ এর খালি জায়গা, মিরপুর–৬ ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের ও ২ নম্বর ব্রিজের পাশে সড়কের খালি জায়গা, বছিলার ৪০ ফুট কাঁচা রাস্তা সংলগ্ন রাজধানী ও স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটি এর খালি জায়গা এবং ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পার্শ্বে সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাট বসানোর জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গাবতলির স্থায়ী পশুর হাটসহ উত্তর সিটিতে মোট দশটি হাট বসবে। তবে যদি করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, সে ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে হাট বসবে কি বসবে না।
এদিকে কোরবানিতে পশুর হাট বসানো নিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের ভেতরে পশুর হাট বসলে সংক্রমণের হার আরও বহুগুণে বেড়ে যাবে।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে রাজধানীতে পশুর হাট বসানো সিটি করপোরেশনের একটি অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। যে হারে করোনায় মানুষের মৃত্যু হচ্ছে তাতে কোনোভাবেই শহরের মধ্যে পশুর হাট বসানো ঠিক হবে না। যদি হাট বসাতেই হয়, সে ক্ষেত্রে শহরের বাইরে খালি জায়গায় বসানোর চিন্তা করা যেতে পারে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে