Ajker Patrika

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণসহ ৭ দফা দাবি

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিশ্চিতের দাবিসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। আজ রোববার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। 

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন দাবিগুলো জানিয়ে বলেন, ‘সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে হবে। হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করতে হবে, পশুখাদ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পশুখাদ্য পৌঁছে দিতে হবে। পশুখাদ্য ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ করে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। বাল্ক ফিড মিল্ক নামে নিম্ন মানের গুঁড়া দুধ আমদানি বন্ধ করতে হবে। দুগ্ধ ও মাংস খামারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক আওতা থেকে কৃষি আওতায় আনতে হবে।’ 

মোহাম্মদ ইমরান হোসেন আরও বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় যে বারবার একই দাবিগুলো নিয়ে আমরা চার, পাঁচ বছর ধরে আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও অবসর গ্রহণের কারণে দাবি বাস্তবায়নে তেমন কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং দাবিগুলো বাস্তবায়নে নিশ্চলতা ও স্থবিরতা দেখা যাচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজিব উল্লাহ, আলী আজম রহমান শিবলী, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারিসহ বিভিন্ন খামারিবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত