নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জীবন রক্ষাকারী ওষুধসহ খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালু এবং রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে তৃষ্ণার্ত পথচারীদের জন্য ঢাকা ওয়াসার মাধ্যমে গণ-পথকল স্থাপনসহ ছয় দফা দাবি তুলেছে সিটিজেনস রাইটস মুভমেন্টের।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব দাবি তোলেন সংগঠনটির মহাসচিব তুসার রেহমান। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য এবং কিছু নির্মাণসামগ্রীর ক্ষেত্রে নকল-ভেজাল দ্রব্যের সন্ধান ও আলামত লক্ষ করা যাচ্ছে। তবে এ কথাও সত্য যে দেশে আন্তর্জাতিক মানের জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী তৈরি এবং যা বিদেশেও রপ্তানি হচ্ছে। একইভাবে নিত্যব্যবহার্য খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে, যা গুণগতমানের দিক থেকে বিদেশে উৎপাদিত মানসম্মত পণ্যের ন্যায়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে একইভাবে বিদেশে রপ্তানি হচ্ছে। এতত্সত্ত্বেও দেশে তথাকথিত কিছু ভুঁইফোড় কোম্পানি ও একশ্রেণির অতিলোভী, অসাধু গোষ্ঠী এবং স্বাধীনতাবিরোধী একটি চক্র সরকারকে বিতর্কিত ও জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন, বাজারজাতসহ বিক্রি করছে—যা মাঝে মাঝে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরাও পড়ছে।’
এসব নকল-ভেজাল পণ্য সেবনের ফলে শিশুস্বাস্থ্যসহ গর্ভবর্তী নারী, রোগী, বয়স্ক মানুষসহ গণমানুষের স্বাস্থ্যঝুঁকি পর্যায়ে বাড়ছে। এর ফলে দুরারোগ্য রোগব্যাধি ও নানা প্রকার রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। এ ধরনের বিপদ থেকে বাঁচতে তিনি ছয় দফা দাবি জানান ৷ দাবিগুলো হলো—
১. জীবন রক্ষাকারী ওষুধসহ নিরাপদ খাদ্যদ্রব্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর নামে যাতে কোনো অসাধু চক্র নকল-ভেজাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করতে না পারে সে জন্য ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চালু।
২. রাজধানী ঢাকাসহ সারা দেশের সব হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন এবং তা গ্রাহকদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহ বা বিক্রির নিশ্চয়তা।
৩. সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও পুলিশ, বিএসটিআই, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ভোক্তা-অধিকার পরিষদ এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে নকল-ভেজাল প্রতিরোধে একটি শক্তিশালী ও কার্যকর টাস্কফোর্স গঠন।
৪. মাছ, মাংস, মুরগিসহ কাঁচাবাজারকেন্দ্রিক বিভিন্ন পণ্যের সঠিক ওজন ও পরিমাপ এবং নকল-ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত পণ্যাদি চিহ্নিতকরণসহ দেশবাসীর নিত্যব্যবহার্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠনপূর্বক নিয়মিত তাদের কার্যক্রম চালু রাখা।
৫. জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর ছলে অস্বাস্থ্যকর ও নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন প্রক্রিয়ায় জড়িতদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করা।
৬. দেশে উত্তপ্ত তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ওয়াসা কর্তৃক তৃষ্ণার্ত পথচারীদের পানীয় জল প্রাপ্তির লক্ষ্যে সড়কের পার্শ্বে, স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যস্ততম বাসস্ট্যান্ড, রেলওয়ে জংশনসহ জনবহুল এলাকা এবং আদালতসমূহে বিচারপ্রার্থীদের সুপেয় পানি পানের লক্ষ্যে গণ-পথকল (ট্যাপ) স্থাপন করা।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার ৷ আমদানি করা খাদ্যপণ্যেও ভেজাল থাকে এবং সেগুলো ব্যবহারের আগে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকার এফবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে ভারতের ৫২৭টি পণ্যে ক্যানসারের উপাদান পাওয়া গেছে। অতএব, ভারতের পণ্য আমাদের দেশে আসছে বলেই আমরা খাব, তেমন কোনো উপায় নাই। কাজেই আপনাদের সচেতন হতে বিনীতভাবে অনুরোধ করি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মেজর (অব.) হামিদুল হাসান তারেক বীর বিক্রম, ড্রিম ভয়েজের সুমনসহ আরও অনেকে।
জীবন রক্ষাকারী ওষুধসহ খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালু এবং রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে তৃষ্ণার্ত পথচারীদের জন্য ঢাকা ওয়াসার মাধ্যমে গণ-পথকল স্থাপনসহ ছয় দফা দাবি তুলেছে সিটিজেনস রাইটস মুভমেন্টের।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব দাবি তোলেন সংগঠনটির মহাসচিব তুসার রেহমান। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য এবং কিছু নির্মাণসামগ্রীর ক্ষেত্রে নকল-ভেজাল দ্রব্যের সন্ধান ও আলামত লক্ষ করা যাচ্ছে। তবে এ কথাও সত্য যে দেশে আন্তর্জাতিক মানের জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী তৈরি এবং যা বিদেশেও রপ্তানি হচ্ছে। একইভাবে নিত্যব্যবহার্য খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে, যা গুণগতমানের দিক থেকে বিদেশে উৎপাদিত মানসম্মত পণ্যের ন্যায়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে একইভাবে বিদেশে রপ্তানি হচ্ছে। এতত্সত্ত্বেও দেশে তথাকথিত কিছু ভুঁইফোড় কোম্পানি ও একশ্রেণির অতিলোভী, অসাধু গোষ্ঠী এবং স্বাধীনতাবিরোধী একটি চক্র সরকারকে বিতর্কিত ও জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন, বাজারজাতসহ বিক্রি করছে—যা মাঝে মাঝে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরাও পড়ছে।’
এসব নকল-ভেজাল পণ্য সেবনের ফলে শিশুস্বাস্থ্যসহ গর্ভবর্তী নারী, রোগী, বয়স্ক মানুষসহ গণমানুষের স্বাস্থ্যঝুঁকি পর্যায়ে বাড়ছে। এর ফলে দুরারোগ্য রোগব্যাধি ও নানা প্রকার রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। এ ধরনের বিপদ থেকে বাঁচতে তিনি ছয় দফা দাবি জানান ৷ দাবিগুলো হলো—
১. জীবন রক্ষাকারী ওষুধসহ নিরাপদ খাদ্যদ্রব্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর নামে যাতে কোনো অসাধু চক্র নকল-ভেজাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করতে না পারে সে জন্য ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চালু।
২. রাজধানী ঢাকাসহ সারা দেশের সব হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন এবং তা গ্রাহকদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহ বা বিক্রির নিশ্চয়তা।
৩. সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও পুলিশ, বিএসটিআই, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ভোক্তা-অধিকার পরিষদ এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে নকল-ভেজাল প্রতিরোধে একটি শক্তিশালী ও কার্যকর টাস্কফোর্স গঠন।
৪. মাছ, মাংস, মুরগিসহ কাঁচাবাজারকেন্দ্রিক বিভিন্ন পণ্যের সঠিক ওজন ও পরিমাপ এবং নকল-ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত পণ্যাদি চিহ্নিতকরণসহ দেশবাসীর নিত্যব্যবহার্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠনপূর্বক নিয়মিত তাদের কার্যক্রম চালু রাখা।
৫. জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর ছলে অস্বাস্থ্যকর ও নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন প্রক্রিয়ায় জড়িতদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করা।
৬. দেশে উত্তপ্ত তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ওয়াসা কর্তৃক তৃষ্ণার্ত পথচারীদের পানীয় জল প্রাপ্তির লক্ষ্যে সড়কের পার্শ্বে, স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যস্ততম বাসস্ট্যান্ড, রেলওয়ে জংশনসহ জনবহুল এলাকা এবং আদালতসমূহে বিচারপ্রার্থীদের সুপেয় পানি পানের লক্ষ্যে গণ-পথকল (ট্যাপ) স্থাপন করা।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার ৷ আমদানি করা খাদ্যপণ্যেও ভেজাল থাকে এবং সেগুলো ব্যবহারের আগে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকার এফবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে ভারতের ৫২৭টি পণ্যে ক্যানসারের উপাদান পাওয়া গেছে। অতএব, ভারতের পণ্য আমাদের দেশে আসছে বলেই আমরা খাব, তেমন কোনো উপায় নাই। কাজেই আপনাদের সচেতন হতে বিনীতভাবে অনুরোধ করি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মেজর (অব.) হামিদুল হাসান তারেক বীর বিক্রম, ড্রিম ভয়েজের সুমনসহ আরও অনেকে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
১৬ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
১৯ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩৯ মিনিট আগে