Ajker Patrika

ফরিদপুরে স্ত্রীর অভিযোগে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
পিস্তলসহ আটক দুজন। ছবি: আজকের পত্রিকা
পিস্তলসহ আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ফয়সাল হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৩৬) নামে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব টেপাখোলার বাসিন্দা নজরুল ইসলামের বসত ঘরের পাশে রান্না ঘরের খরির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ জানায়, আটক ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন তাঁর স্বামী ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকায়। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করা হয় পরে তাদের দেখানো অনুযায়ী পিস্তল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরবর্তিতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় খড়ির মধ্য থাকা একটি ম্যাকজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত