টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ছয় দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় টঙ্গীর কাঁঠাল দিয়ে এলাকায় কারখানাটির প্রধান ফটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষুব্ধ প্রায় ১ হাজার শ্রমিক কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, বুধবার সকালে কারখানাটির প্রায় ১ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁদের ছয় দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানাটির সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ছয় দফা হলো, পাঁচ বছর ধরে কর্মরত শ্রমিকদের চাকরিতে স্থায়ীকরণ, খাবারে বৈষম্য বন্ধ, ঠিকাদারের অধীনে নয়, কারখানার অধীনে চাকরি করার সুযোগ, প্রতি দুই বছর পর পর ডিমান্ডের ৩০ শতাংশ বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) সাইফুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানায় এসেছি। শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আরও খবর পড়ুন:
ছয় দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় টঙ্গীর কাঁঠাল দিয়ে এলাকায় কারখানাটির প্রধান ফটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষুব্ধ প্রায় ১ হাজার শ্রমিক কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, বুধবার সকালে কারখানাটির প্রায় ১ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁদের ছয় দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানাটির সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ছয় দফা হলো, পাঁচ বছর ধরে কর্মরত শ্রমিকদের চাকরিতে স্থায়ীকরণ, খাবারে বৈষম্য বন্ধ, ঠিকাদারের অধীনে নয়, কারখানার অধীনে চাকরি করার সুযোগ, প্রতি দুই বছর পর পর ডিমান্ডের ৩০ শতাংশ বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) সাইফুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানায় এসেছি। শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আরও খবর পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৭ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৯ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩১ মিনিট আগে