Ajker Patrika

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৭: ৪৯
কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৮)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

স্টেশনমাস্টার ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ৯৯ আপ চাপাই কমিউটার ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পৌঁছালে রেল লাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামের তিনজন ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূরুন্নবী ও মাসুদ চিকিৎসাধীন রয়েছেন।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, চাঁপাই কমিউটার ট্রেনের ছাদ থেকে তিন যাত্রী পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত