Ajker Patrika

অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চান মান্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ পরিচালনাসহ, রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই সরকারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনে সমালোচনাও করবেন বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটি আয়োজিত ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন।

এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিকভাবে নাগরিক ঐক্যের কোনো আলাপ হয়নি জানিয়ে মান্না বলেন, অচিরেই রাজনৈতিক আলাপ-আলোচনা হবে বলে তিনি বিশ্বাস করেন।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘আমরা সংস্কারের রাজনীতির পথে হাঁটছি, আইনশৃঙ্খলা ব্যবস্থার বদলানোর চেষ্টা করছি। দেশে যাতে আবার কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য বিধিবিধান ঠিক করতে হবে। আর কোনো স্বৈরাচার যাতে দেশে ঘাঁটি বাঁধতে না পারে। সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়, তা বাতিল করতে হবে।’

নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে জানিয়ে ঢাবির সাবেক এই ভিপি বলেন, ‘এই সরকারকে বিভিন্ন বিষয়ে সময় বেঁধে দেওয়ার চেষ্টা চলছে, যা ঠিক হচ্ছে না। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে, ততটুকু সময় এই সরকারকে দেওয়া উচিত।’ তবে নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জীবনবাজি রেখে এত বড় ঘটনা শিক্ষার্থীরা করে দেখাল, যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। রাজনৈতিক দলগুলো লাখ লাখ লোকের সমাগম করেও পুলিশের কারণে পিছু হটেছে। কিন্তু শিক্ষার্থীরা তা করেনি। এখন পলিটিকস মাসলম্যান দিয়ে চলবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত