জাবি প্রতিনিধি
প্রশাসনিক পর্ষদসমূহে নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে অভিমত প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ বিষয়ে কথা বলেন উপাচার্য।
উপাচার্য নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে গণতান্ত্রিক পরিবেশ জরুরি। এ জন্য ডিন, সিনেট, সিন্ডিকেট, অর্থ কমিটি, ছাত্র সংসদ (জাকসু) এবং একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন নিয়মিত করতে হবে। এসব নির্বাচন আয়োজনে আমাদেরকে সময় দিতে হবে। উপযুক্ত পরিস্থিতিতে নির্বাচন করার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে।’
সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং ২০১৭ সালের ডিসেম্বরে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাবিসাসের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর আশা থাকে তারা যেন সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দল, মত নির্বিশেষে সকলের সঙ্গে কাজ করতে হবে।’
অধ্যাপক নূরুল আলম বলেন, ‘নির্মাণাধীন ৬টি হলের ভেতর দুইটি হলের কাজ প্রায়ই শেষ। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। চেষ্টা করছি অতি দ্রুত এসব হলে নবীন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রীকে হল নামকরণের প্রস্তাব দেওয়া হবে। আশা করি তিনি সশরীরে হল উদ্বোধন করতে আমাদের প্রিয় ক্যাম্পাসে আসবেন।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ দ্রুতই শুরু করার আশ্বাস দেন উপাচার্য। এই ধাপে ১০ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, নতুন লাইব্রেরি ভবন ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে।
প্রশাসনিক পর্ষদসমূহে নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে অভিমত প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ বিষয়ে কথা বলেন উপাচার্য।
উপাচার্য নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে গণতান্ত্রিক পরিবেশ জরুরি। এ জন্য ডিন, সিনেট, সিন্ডিকেট, অর্থ কমিটি, ছাত্র সংসদ (জাকসু) এবং একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন নিয়মিত করতে হবে। এসব নির্বাচন আয়োজনে আমাদেরকে সময় দিতে হবে। উপযুক্ত পরিস্থিতিতে নির্বাচন করার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে।’
সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং ২০১৭ সালের ডিসেম্বরে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাবিসাসের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর আশা থাকে তারা যেন সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দল, মত নির্বিশেষে সকলের সঙ্গে কাজ করতে হবে।’
অধ্যাপক নূরুল আলম বলেন, ‘নির্মাণাধীন ৬টি হলের ভেতর দুইটি হলের কাজ প্রায়ই শেষ। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। চেষ্টা করছি অতি দ্রুত এসব হলে নবীন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রীকে হল নামকরণের প্রস্তাব দেওয়া হবে। আশা করি তিনি সশরীরে হল উদ্বোধন করতে আমাদের প্রিয় ক্যাম্পাসে আসবেন।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ দ্রুতই শুরু করার আশ্বাস দেন উপাচার্য। এই ধাপে ১০ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, নতুন লাইব্রেরি ভবন ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে।
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেটাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবন দখল করে পাগলের আশ্রম বানানো তরুণী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা খানের করা মামলায় আজ সোমবার ভোররাতে মারিয়ামকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারী শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের সব হল ঘুরে..
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে