নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা-পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আজ ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় এবং কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় গতকাল কারাগারে পাঠানো হয়।
৬ জানুয়ারি বিকেলে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এ ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন—যাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন এ দুজন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করেন, তাঁরা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা-পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আজ ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় এবং কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় গতকাল কারাগারে পাঠানো হয়।
৬ জানুয়ারি বিকেলে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এ ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন—যাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন এ দুজন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করেন, তাঁরা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১০ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে