পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১৪ নেতা-কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মো. ফজলুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী। আগাম জামিন পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রসঙ্গত, গত শনিবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়।
সংঘর্ষের ঘটনায় পরদিন রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক মো. কামাল উদ্দিন, আতিকুর রহমান মাসুদ ও মাহমুদুজ্জামান রিপন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ থেকে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল।
এ মামলায় পুলিশ এজাহারভুক্ত ২৫ জনসহ অজ্ঞাত আসামী হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১৪ নেতা-কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মো. ফজলুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী। আগাম জামিন পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রসঙ্গত, গত শনিবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়।
সংঘর্ষের ঘটনায় পরদিন রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক মো. কামাল উদ্দিন, আতিকুর রহমান মাসুদ ও মাহমুদুজ্জামান রিপন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ থেকে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল।
এ মামলায় পুলিশ এজাহারভুক্ত ২৫ জনসহ অজ্ঞাত আসামী হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৪ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২১ মিনিট আগে