মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।
আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।
মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।
আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।
মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতরাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম।
২ মিনিট আগে‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে ‘এ’ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে
১৪ মিনিট আগেদেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
১৯ মিনিট আগে