Ajker Patrika

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৯: ৪৬
স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে স্ত্রীর করা যৌতুকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আকনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। 

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের বাসিন্দা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ১) হিসেবে কর্মরত।

মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালে ৭ অক্টোবর ৪০ লাখ টাকা ও ঢাকার আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবির অভিযোগ এনে আসামির বিরুদ্ধে তাঁর স্ত্রী জারিন রাফা নীলান্তি আদালতে মামলা করেন। এই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল মামলার বাদী জারিন রাফা নীলান্তির (২৬) সঙ্গে মো. আব্দুল ওয়াদুদ আকনের (৩৭) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় আসামি স্ত্রীর কাছে ৪০ লাখ টাকা ও আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন। 

এ বিষয়ে বাদী জারিন রাফা নীলান্তির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত