Ajker Patrika

টঙ্গীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৫: ১৮
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই রিকশাচালকের নাম মোশারফ করিম (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার কুড়িহাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকার জহিরুলের গ্যারেজের রিকশা চালাতেন মোশারফ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে পাগাড় এলাকায় বিবি মরিময় স্কুলের পাশে একটি মাঠে ওই রিকশাচালকের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক দুটি দলের সদস্যরাও উপস্থিত হন। মরদেহের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। তাঁর পরনে ছিল জিনস প্যান্ট ও কালো রঙের গেঞ্জি। মোশারফকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত