নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। সেখানে আরেকটি মামলায় রিমান্ড দেওয়ার আগে আদালতের উদ্দেশে কথা বলেন আনিসুল হক।
তিনি বলেছেন, ‘আমরা (সালমানসহ) সম্পূর্ণ নির্দোষ। আমরা দুজনই কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিছুই জানি না।’ পরে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ খুব সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় আদালতে। এ সময় পুলিশ ছাড়া অন্য কাউকে আদালত এলাকায় দেখা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
সকাল ৭টায় সালমান এফ রহমান ও আনিসুল হককে লালবাগের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে লালবাগ থানার পুলিশ। ওই মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। আদালত ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। সেখানে আরেকটি মামলায় রিমান্ড দেওয়ার আগে আদালতের উদ্দেশে কথা বলেন আনিসুল হক।
তিনি বলেছেন, ‘আমরা (সালমানসহ) সম্পূর্ণ নির্দোষ। আমরা দুজনই কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিছুই জানি না।’ পরে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ খুব সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় আদালতে। এ সময় পুলিশ ছাড়া অন্য কাউকে আদালত এলাকায় দেখা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
সকাল ৭টায় সালমান এফ রহমান ও আনিসুল হককে লালবাগের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে লালবাগ থানার পুলিশ। ওই মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। আদালত ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
২৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে।
৩০ মিনিট আগেসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
৪৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
১ ঘণ্টা আগে