Ajker Patrika

টাঙ্গাইলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

টাঙ্গাইলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার মারা গেছেন। গতকাল বুধবার ভোর রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করছেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক। মৃত মাসুদুল হাসান দেলদুয়ার উপজেলার ৯ নম্বর আটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

সাধারণ সম্পাদক বলেন, আজ বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মাসুদুল হাসান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা-উপজেলার রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত