ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।
আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’
এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।
আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’
এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে