Ajker Patrika

আড়াই বছর পর মায়ের বুকে ফিরল শিশু রায়হান

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)  
বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশ শিশু রায়হানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করে। ছবি: আজকের পত্রিকা
বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশ শিশু রায়হানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।

বিমানবন্দর রেলস্টেশনে রায়হানকে বুধবার (১৬ এপ্রিল) রায়হানকে এদিক ওদিক ঘুরাঘুরি দেখতে পায় রেলওয়ে পুলিশ। পরে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে, সঠিকভাবে জানাতে পারে নি। তারপর গল্পে মত্ত হয় পুলিশ। এক পর্যায়ে সে তার নাম-ঠিকানা জানাতে সক্ষম হয়।

অতঃপর গ্রামের থাকা তার মা ববিতা বেগমকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশের কাছ থেকে আড়াই বছর আগে হারিয়ে যাওয়া শিশু সন্তান রায়হানকে পেয়ে আবেগে আপ্লুত হন তিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশনে একটু শিশু ছেলেকে ঘুরাঘুরি করতে দেখতে পান রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। পরে তাকে ঠিকানা ও বাবা মায়ের জিজ্ঞাসা করলে শিশুটি বলতে পারে নি। অতঃপর তার সঙ্গে ভ্রাম্যমাণ জীবনের গল্পের এক পর্যায়ে ছেলেটি তার ঠিকানা জানায় পুলিশকে।’

তিনি বলেন, ‘রায়হান নিখোঁজের পর থেকে বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়িয়েছে। রাত কাটিয়েছে। যে যা দিয়েছে তা খেয়ে জীবনযাপন করেছে। সর্বশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসেছিল রায়হান।’

রায়হানের মা ববিতা বেগম বলেন, ‘রায়হানের বাবা নেই। তিন ভাই ও এক বোনের মধ্যে রায়হান দ্বিতীয়। তার বড় ভাইও নিখোঁজ। রায়হানকে পেয়ে পুলিশকে ধন্যবাদ প্রকাশ করার ভাষা আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত