Ajker Patrika

বাইসাইকেলের ওপর কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাইসাইকেলের ওপর কর প্রত্যাহারের দাবি

বাইসাইকেলের ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ওয়েলবীইং। শনিবার রাজধানীর আবাহনী খেলার মাঠে সংস্থাটি এই দাবিতে মানববন্ধন ও বাইসাইকেল র‍্যালির আয়োজন করে। বাইসাইকেল র‍্যালিতে সহ আয়োজক হিসাবে ছিল স্কেটিং ৭১। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, অন্য পরিবহনে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ অনেক বেশি হয়। কিন্তু সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে পরিবেশ ও অর্থনৈতিক সাশ্রয় করা সম্ভব। তবে বর্তমানে সাইকেল তৈরির সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপরে ৫৮% কর আরোপ করায় বাইসাইকেলের দাম সকল শ্রেণির ব্যবহারকারীর নাগালের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে সাইকেল ও সাইকেল তৈরি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর সব ধরনের কর হ্রাস করা প্রয়োজন। 

মানববন্ধনে আলোচকেরা বলেন, বর্তমানে বাংলাদেশ সাইকেল রপ্তানিতে বিশ্বে অষ্টম এবং ইউরোপে তৃতীয়। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও খুচরা যন্ত্রাংশের ওপরে উচ্চ হারে কর ধার্য করার ফলে এই খাতের উদ্যোক্তারা এই শিল্পকে এগিয়ে নিতে পারছে না। ভারত ও চিনের সাইকেল দেশের বাজারের প্রায় পুরোটা দখল করে আছে। অপরদিকে বিদেশেও প্রতিযোগিতায় টিকতে পারছে না।

সাম্প্রতিক তথ্য উপাত্ত বলছে, ঢাকা মহানগরীতে শব্দ ও বায়ু দূষণের জন্য দায়ী হচ্ছে যান্ত্রিক যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য অযান্ত্রিক যান বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত