Ajker Patrika

সন্তানের ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯: ৫৫
সন্তানের ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন দিনমজুর দম্পতি

রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে নিখোঁজ হন মিরাজ (১৯)। বুদ্ধিপ্রতিবন্ধী এই সন্তানকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা-মা। 

আজ থেকে ঠিক ১৬ দিন আগে নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন বাবা কালাম শেখ ও মা মিনা আক্তার। এ ঘটনায় গত ৮ জুলাই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কালাম। ডায়েরি নম্বর ৩৯৯। 

কালাম শেখ দিনমজুর। গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারণে প্রায় এক যুগ আগে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। দিনমজুরের কাজ করে কোনো রকম দিনাতিপাত করেন এবং প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করান। কিন্তু সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি। 

আজ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-নবীনগর সড়কের বেড়িবাঁধ এলাকায় এই দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৬ জুলাই রাতে ধউর এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিরাজ। পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি নিজেদের মতো করে সন্তানের ছবি হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন আর খুঁজছেন। 

এদিকে সন্তানের খোঁজে নানা স্থানে ঘুরে গিয়ে কোনো কাজ করতে পারেননি কালাম। হাতের টাকাও শেষ হয়ে এসেছে। সন্তানের খোঁজে ছুটে চলা এই বাবা-মা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে বলেছেন, মিরাজের সন্ধান পেলে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত