Ajker Patrika

আপিল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৯১ আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপিল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৯১ আইনজীবী 

হাইকোর্ট বিভাগের ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আপিল বিভাগের ৫৪ জনকে সিনিয়র আইনজীবী করা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির সদস্যের মতামতের ভিত্তিতে এই তালিকাভুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের তালিকাভুক্তি ও সিনিয়র আইনজীবীদের তালিকাভুক্তির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

ওই এনরোল কমিটিতে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হক। 

এনরোলমেন্ট কমিটির গত ৩ ও ৯ সেপ্টেম্বর সভায় আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্তি এবং ১৫ সেপ্টেম্বরের সভায় সিনিয়র আইনজীবী তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত