জবি সংবাদদাতা
টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করা হয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায়।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সংগ্রহ ২ লাখ টাকা ছাড়িয়েছে। দুপুর পর্যন্ত এই ত্রাণ কর্মসূচি চলবে।
ত্রাণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরাসহ আশপাশের এলাকার মানুষজন বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ, শুকনা খাবার ও কাপড় দিয়েছেন। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালীসহ কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষের কাছে যাওয়া শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানো হয়। সেই হেল্প ডেস্কে শিক্ষার্থীরা অর্থসহায়তার পাশাপাশি বিভিন্ন শুকনা খাবার, কাপড় নিয়ে হাজির হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাহীন আলম শান বলেন, ‘গতকাল থেকে আমরা বুথ বসিয়েছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করতে পারা। বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব জায়গায় এখনো সহায়তা পৌঁছায়নি, আমরা সেসব অঞ্চলকে ফোকাস করব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের একটি টিম বন্যাকবলিত এলাকায় গিয়েছে। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাত পর্যন্ত আমাদের ২ লাখ ১৪ হাজার ৩১৬ টাকা সংগ্রহ করা হয়েছে।’
পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করব-আপনারা স্বেচ্ছাসেবী হয়ে কাজে যুক্ত হোন। কেউ বিচ্ছিন্নভাবে না থেকে, যে কোনো সহযোগিতা আমাদের মাধ্যমে একত্রে কাজ করুন। পুরান ঢাকায় বসবাসকারীদের অনুরোধ, আপনাদের যা কিছু আছে, তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আমাদের হেল্প ডেস্কে নিয়ে আসুন। দেশের এই দুঃসময়ে আপনারা অসহায়দের পাশে দাঁড়ান।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করা হয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায়।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সংগ্রহ ২ লাখ টাকা ছাড়িয়েছে। দুপুর পর্যন্ত এই ত্রাণ কর্মসূচি চলবে।
ত্রাণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরাসহ আশপাশের এলাকার মানুষজন বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ, শুকনা খাবার ও কাপড় দিয়েছেন। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালীসহ কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষের কাছে যাওয়া শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানো হয়। সেই হেল্প ডেস্কে শিক্ষার্থীরা অর্থসহায়তার পাশাপাশি বিভিন্ন শুকনা খাবার, কাপড় নিয়ে হাজির হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাহীন আলম শান বলেন, ‘গতকাল থেকে আমরা বুথ বসিয়েছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করতে পারা। বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব জায়গায় এখনো সহায়তা পৌঁছায়নি, আমরা সেসব অঞ্চলকে ফোকাস করব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের একটি টিম বন্যাকবলিত এলাকায় গিয়েছে। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাত পর্যন্ত আমাদের ২ লাখ ১৪ হাজার ৩১৬ টাকা সংগ্রহ করা হয়েছে।’
পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করব-আপনারা স্বেচ্ছাসেবী হয়ে কাজে যুক্ত হোন। কেউ বিচ্ছিন্নভাবে না থেকে, যে কোনো সহযোগিতা আমাদের মাধ্যমে একত্রে কাজ করুন। পুরান ঢাকায় বসবাসকারীদের অনুরোধ, আপনাদের যা কিছু আছে, তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আমাদের হেল্প ডেস্কে নিয়ে আসুন। দেশের এই দুঃসময়ে আপনারা অসহায়দের পাশে দাঁড়ান।’
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
১ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
১১ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৭ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে