Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী ইনডোর গেমস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৯: ১৭
Thumbnail image

গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল-২০২৩’। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা এতে অংশ নেন। 

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এই খেলার উদ্বোধন করেন। 

প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ক্যারমসহ মোট চারটি খেলায় ৩২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এতে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন বিভিন্ন বিভাগের ৬২ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা। 

অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে পারদর্শী হলে চলবে না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। এর মধ্যে খেলাধুলা অন্যতম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, স্পোর্টসের নীতি হলো সুস্থ প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় কখনো সম্পর্ক নষ্ট করে না, বরং খেলা শেষে মনের বন্ধন আরও শক্ত ও সুদৃঢ় করে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. আফজাল হোসেন খান, স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাঈম মিয়াজী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত