Ajker Patrika

গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৬: ৪০
Thumbnail image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কংক্রিট মিক্সচার ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পরে ওই ট্রাকের চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব।

তিনি জানান, আজ বেলা ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এনডিই কোম্পানির একটি মিক্সচার মেশিনবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা ওই গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত