Ajker Patrika

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৯: ১০
হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে নারী

রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারে এক নারী উঠে বসে রয়েছেন। তাঁকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো সেই নারীকে নামানো সম্ভব হয়নি। 

আজ শুক্রবার বিকেলে মধুবাগ এলাকার অংশে এমন ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘এক নারী বৈদ্যুতিক পিলারে উঠেছেন। আমরা তাঁকে নামানোর জন্য কাজ করছি। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও আছেন। তাঁকে অনুরোধ করা হচ্ছে কিন্তু তিনি কিছুতেই নামছেন না। তারপরও আমরা কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ওই নারী একজন মধ্যবয়সী ও মানসিক ভারসাম্যহীন। তবে তাঁর পরিচয় জানা যায়নি। এলাকায় লোকজন তাঁকে ঘোরাঘুরি করতে দেখেছেন। তবে কীভাবে সেই নারী এত বড় টাওয়ারে উঠলেন সেই বিষয়ে জানা যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে ওই নারীকে এলাকাবাসী টাওয়ারের ওপর দেখতে পান। তখন তাঁদের কেউ একজন থানায় খবর দেন। এরপর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত