Ajker Patrika

ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০০
ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় উড়ে গেছে বাড়ির দরজা ও জানালা। ফাটল ধরছে ঘরের দেয়ালে। 

আজ রোববার দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার শাহনাজ বেগমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ দুজন হলেন আল আমিন (২৫) ও খুশী বেগম (২০)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শাহনাজ বেগমের বাড়ির সকল জানালার কাচ ভেঙে যায়। দরজা-জানালা উড়ে পাশের আরেকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে। দ্রুত ছুটে গিয়ে দেখা যায়, আল আমিন ও খুশী দগ্ধ হয়ে কাতরাচ্ছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় দোকানি সোহাগ বলেন, জানতে পেরেছি, আল আমিন একটি কারখানায় কাজ করতেন। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় খাবার খেতে আসেন। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসপাইপের লিকেজ থেকে গ্যাস সারা ঘরে ছড়িয়ে যায়। কোনো কারণে চুলা ধরাতে গেলে তখন সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। দুজনের মুখ, বুক ও নিচের অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকজন অল্প আহত হয়েছে। তাঁরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের কারণ তদন্ত করে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত