Ajker Patrika

আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসা শিশুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৫: ২৭
আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসা শিশুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সাকিব রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দিপু সিকদারের ছেলে। সে সম্প্রতি তার মায়ের সঙ্গে আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে আসে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ শিশুর লাশ উদ্ধারের সত্যতা জানিয়েছেন। তিনি বলেন, ‘১৫ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মা বাজারে সদাই কিনতে পাঠান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। 

আজ শুক্রবার সকালে বাড়ির অদূরে সাকিবের লাশ দেখতে পায় আশপাশের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তা ছাড়া শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত