Ajker Patrika

গাজীপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা–পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ হ্নীলা এলাকার পূর্ব রঙ্গীখালি গ্রামের কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৯)। অপরজন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার পূর্বপাড়া গাজীপুর শিকদার মার্কেট এলাকার মৃত বাশারের ছেলে মা. হৃদয় (২২)। 

আটককৃত ইয়াবা, নগদ অর্থ ও ব্যবহৃত ফোনগাজীপুর মহানগরের উপপুলিশ কমিশনার মো. জাকির হাসান জানান, বুধবার দুপুর ১২টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়, মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া (মোঘরখাল) এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জিএমপির এসি রেদওয়ান আহমেদের নেতৃত্বে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খানসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপর কয়েকজন পালিয়ে যান। পরে তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা, নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত