Ajker Patrika

ভারতীয় প্রোপাগান্ডায় কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন: রিজভী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২০: ৪৪
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ভারতীয় প্রোপাগান্ডায় কান না দিয়ে সব ধর্মের প্রতি সম্মান রেখে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ স্লোগানে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রিজভী বলেন, পতিত সরকার ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসা–বাণিজ্য ও চুক্তি করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। কোনো পূর্বসতর্কতা ছাড়াই পানি ছেড়ে নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছে। তিস্তার পানি জনগণের জন্য না রেখে ভারতের কাছে দিয়ে নতজানু সম্পর্ক বজায় রেখেছিল হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খান, সহসভাপতি আলী হোসেন, বিএনপি নেতা মাহবুব আলম মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত