Ajker Patrika

মানিকগঞ্জে ব্যাগের কারখানায় আগুন, ৬৫ কোটি টাকার ক্ষতি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ছে ব্যাগের কারখানা। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ছে ব্যাগের কারখানা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইরে ‘নিলিমা ব্যাগ মিল লিমিটেড’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬০-৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিংগাইর, মানিকগঞ্জ সদর ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে যায়।

প্রতিষ্ঠানের শ্রমিক মো. ফাহিম জানান, আগুনের সূত্রপাত হয় একটি আইপিএস (ইনভার্টার) থেকে। মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা প্রাণ বাঁচতে যে যাঁর মতো বেরিয়ে আসেন।

কারখানার মালিক আনিসুর রহমান বলেন, ‘আগুনে ৬০-৬৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছি।’

এ বিষয়ে মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও সেনাবাহিনীর ২০ সদস্যের একটি দলের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, কারখানায় থাকা আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত