Ajker Patrika

মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট ঠেকাতে প্রধান উপদেষ্টার কাছে বায়রার স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট ঠেকানোর দাবিতে মানববন্ধন করেছে বায়রা। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট ঠেকানোর দাবিতে মানববন্ধন করেছে বায়রা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় আবারও সিন্ডিকেট চালুর চেষ্টা চলছে—বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। এই সিন্ডিকেট ঠেকিয়ে শ্রমবাজার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে চালুর দাবিতে আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপি প্রদান শেষে বায়রার সদস্যরা রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, গত সরকারের সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল, যারা হাজার হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। ওই সিন্ডিকেট ভেঙে নতুন সমঝোতার ভিত্তিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বায়রার সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, ‘যারা অতীতে সিন্ডিকেট পরিচালনা করতেন, তাদের একজন পলাতক রুহুল আমিন স্বপন এখন বিদেশে বসে ফের সিন্ডিকেট সক্রিয় করার চেষ্টা করছেন। ওই সিন্ডিকেট গঠনের পেছনে ছিলেন তৎকালীন সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ ও বেনজির আহমেদসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।’

বক্তারা আরও বলেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ৮ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা আদায় করা হয়েছিল। এর বড় একটি অংশ তৎকালীন সরকারদলীয় মন্ত্রী-এমপিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। একইভাবে ২৫ লাখ কর্মীর কাছ থেকে মেডিকেল পরীক্ষার নামে ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছে। এমনকি একটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটে থাকতে হলে দিতে হয়েছে ৫ কোটি টাকা পর্যন্ত।

এদিকে, বায়রার আরেকটি অংশও একই স্থানে মানববন্ধন করে মালয়েশিয়াসহ বর্তমানে বন্ধ থাকা সব শ্রমবাজার অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেন, অভিবাসন খাতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত