Ajker Patrika

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৫০
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং ঢাকা জেলা প্রশাসক অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। 

আজ বুধবার ১০ নভেম্বর রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০ জন ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আজ সারা দিন অতিরিক্ত ভাড়া আদায় ও অন্যান্য অভিযোগে ২৯৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ২৪৪টি ডিজেল ও ৫২টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। 

এ ছাড়া, ঢাকা জেলা প্রশাসনের দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত