নারায়ণগঞ্জ প্রতিনিধি
বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, আজ দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কেউ না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। জনগণের অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না। জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না।’
আলোচনায় আরও বক্তব্য দেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি রাকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। তাঁরা বলেন, সরকার ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে প্রহসনের নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না। আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নেতারা।
বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, আজ দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কেউ না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। জনগণের অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না। জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না।’
আলোচনায় আরও বক্তব্য দেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি রাকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। তাঁরা বলেন, সরকার ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে প্রহসনের নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না। আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নেতারা।
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের একাধিক নেতা অবৈধ করাতকল চালাচ্ছেন। উপজেলায় থাকা মোট ৩০টি করাতকলের ২৪টি অবৈধ বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের তদারকি না থাকায় এসব করাতকল চালানো সম্ভব হচ্ছে।
২ ঘণ্টা আগেচলছে ইলিশের ভরা মৌসুম। এরপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে ৮-১০ মণ। এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০
৩ ঘণ্টা আগেরাজধানীর শাহবাগে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর কার্যালয় পরিণত হয়েছে দালালের আখড়ায়। তাঁদের তৎপরতা দেখে মনে হবে, তাঁরা যেন এই কার্যালয়ে চাকরি করেন। আর তাঁদের ও কার্যালয়ের অসাধু কর্মীদের কারণে পদে পদে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা। এই অনিয়মের চিত্র
৭ ঘণ্টা আগে