Ajker Patrika

সরকার স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না: শামসুজ্জামান দুদু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, আজ দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কেউ না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। জনগণের অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না। জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না।’

আলোচনায় আরও বক্তব্য দেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি রাকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। তাঁরা বলেন, সরকার ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে প্রহসনের নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না। আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত