Ajker Patrika

কবির বিন আনোয়ার ও জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৭: ১১
Thumbnail image

পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন। 

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এ দিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। অপরদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া। 

তাদের আবেদনে বলা হয়, দুজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করে বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হওয়া প্রয়োজন। 

দুদকের পক্ষে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত আদেশ দেওয়ার পরে আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আদেশের কপি পাঠানোর নির্দেশ দেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককেও কপি প্রেরণের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত