Ajker Patrika

এক দিনে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৫, মামলা ৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৮: ৪২
এক দিনে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬৫, মামলা ৫ 

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরো ৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে পাঁচটি। এর মধ্যে একটি মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। 

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমের কাছে এই তথ্য প্রকাশ করেন। 

পাঁচ মামলার মধ্যে দুটি সিদ্ধিরগঞ্জে, একটি ফতুল্লা ও একটি সদর থানায় দায়ের করা হয়েছে। দুটি মামলা পুলিশ ও অপর তিনটি যথাক্রমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রাজউক জোন ৮ এবং শীতল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ দায়ের করেছে।

এর আগে ২৩ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রকরে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নামীয় এবং অজ্ঞাত আসামি করা হয়েছে সাত হাজারের অধিক জনকে। গ্রেপ্তার হয়েছেন ৩৭৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত