Ajker Patrika

নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত
নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের গুলশানের একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমন স্পেস জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ফ্ল্যাট জব্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জব্দের নির্দেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

তদন্তকালে জানা যায়, মো. মজিবুর রহমান চৌধুরীর গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত দি সেরেনিটি নামে দুটি বেসমেন্টসহ ১৩তলা আবাসিক ভবনের ৭ম তলার (একটি গ্যারেজ ও কমন স্পেসসহ) মোট ৫ হাজার ১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অজুতাংশ ভূমি রয়েছে। এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি অ্যালটমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুযায়ী মজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে করা হয়। পরে তাঁর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাঁর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়। যা মজিবুর রহমান চৌধুরী তাঁর অর্জিত অবৈধ অর্থ দ্বারা ক্রয় করেন।

ইতিমধ্যে এ বিষয়ে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি কমিশন কর্তৃক তদন্ত শুরুর পর থেকে বর্ণিত স্থাবর সম্পদ অভিযুক্ত তারিন হস্তান্তরের চেষ্টা করেছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এ জন্য বর্ণিত স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন। বর্ণিত সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা না হলে তা অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত