Ajker Patrika

‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি’ পোস্ট দেওয়ায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
মোসফেকুর রহমান। ছবি: সংগৃহীত
মোসফেকুর রহমান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সামরিক বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) ওঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে তাঁকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন।

জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এর পর থেকে তাঁর ওই স্ট্যাটাস নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জড়ো হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁকে জেলা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক একরামুল হক আবির আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার স্বীকার হলে সেটি নিয়ে তিনি ফেসবুকে ট্রল করলেন। তাঁকে প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু প্রত্যাহার নয়, তাঁর নামে মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।’

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সহকর্মীকে দায়িত্ব থেকে এবং দিনাজপুর জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত