Ajker Patrika

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার মৃত্যু, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ১৯
বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার মৃত্যু, আহত ৫

মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন। 
 
নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি বেলুন বিক্রেতা ছিলেন। 

আহতরা হলেন ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত ব্যাপারী (৪০) ও হাওয়া বিবি (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন তিন বিক্রেতা। গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়। 

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের সময় সিলিন্ডার উড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরও দুজন আহত হন। 

এ বিষয়ে আসাদুল ব্যাপারী নামে একজন বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় এবং পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। এ সময় দৌড়ে এসে দেখি দুইজনের পা নেই। আরও দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে এক বিক্রেতা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত