নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন সার্ভার চালু ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। প্রায় এক সপ্তাহ পর সেবা চালু হওয়ায় সেবাপ্রত্যাশি মানুষের ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চললেও বিকেল ৩টার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা। এতে দীর্ঘ সময় ধরে লাইনে থাকা মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
বুধবার দুপুর ৩টার দিকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের আবেদন ফরম জমা দেওয়ার কাউন্টারের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।
সেবাপ্রত্যাশি কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটি মিলিয়ে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর আজ ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া শুরু হয়। অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় ছিল বেশি। কিন্তু পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ঘোষণা ছাড়াই তিনটার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে চলে যান। কর্মকর্তারা চলে গেলেও তখন ৫০ জনেরও বেশি মানুষ লাইনে অপেক্ষায় ছিলেন।
রাজধানীর সদরঘাট থেকে ই-পাসপোর্ট আবেদন জমা দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন খান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্লাস বাদ দিয়ে দীর্ঘ যানজট পেরিয়ে এসেও সেবা পেলাম না। আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আবেদন ফরম জমা দিতে পারলাম না।’
সাভারের আশুলিয়া থেকে আসা সেবাপ্রত্যাশি আসাদ মিয়া বলেন, ‘এ নিয়ে তিন দিন আসলাম। এরপরও আবেদন ফরম জমা দিতে পারলাম না। পাসপোর্টের কর্মকর্তারা কিছু না বলে কাউন্টার বন্ধ করে চলে গেলেন। কেউ কোনো কিছু না জানিয়ে এভাবে চলে যাওয়া ঠিক হলো না। সাধারণ মানুষের সময়ের দাম নেই! সাভার থেকে তিন দিন আসা কতটা কষ্টের কেউ বুঝবে না।’
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এক সেবাপ্রত্যাশি বলেন, ‘অফিস থেকে ছুটি নিয়ে আসলাম। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আবেদন জমা দিতে পারলাম না। কিছু না বলে কাউন্টার বন্ধ করে চলে গেছে। নিরাপত্তাকর্মীরা আমাদের আগামীকাল আসার পরামর্শ দিচ্ছেন। আমাদের সময়ের মূল্য নেই! আবার আগামীকাল যদি অফিসে ছুটি চাই, অফিস তো ছুটি দেবে না। এত দিন সার্ভার ডাউন ছিল। এখন ১ ঘণ্টা বেশি সেবা দিলে কী এমন ক্ষতি হতো বুঝি না। তিনটায় কাউন্টার বন্ধ করে তারা বাড়ি চলে গেছে।’
এদিকে কাউন্টার বন্ধ করে দেওয়ায় লাইনে থাকা লোকজনকে কাউন্টারের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরে তাদের দাবির মুখে প্রায় ৪০ মিনিট পর আবারও সেবা চালু হয়। তবে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।
মোহাম্মদপুর থেকে আসা শামীম নামে একজন জানান, ৩ টার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে দেয়। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পরে কর্মকর্তারা তাঁদের আবেদন ফরম জমা নেন।
নতুন সার্ভার চালু ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। প্রায় এক সপ্তাহ পর সেবা চালু হওয়ায় সেবাপ্রত্যাশি মানুষের ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চললেও বিকেল ৩টার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা। এতে দীর্ঘ সময় ধরে লাইনে থাকা মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
বুধবার দুপুর ৩টার দিকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের আবেদন ফরম জমা দেওয়ার কাউন্টারের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।
সেবাপ্রত্যাশি কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটি মিলিয়ে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর আজ ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া শুরু হয়। অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় ছিল বেশি। কিন্তু পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ঘোষণা ছাড়াই তিনটার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে চলে যান। কর্মকর্তারা চলে গেলেও তখন ৫০ জনেরও বেশি মানুষ লাইনে অপেক্ষায় ছিলেন।
রাজধানীর সদরঘাট থেকে ই-পাসপোর্ট আবেদন জমা দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন খান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্লাস বাদ দিয়ে দীর্ঘ যানজট পেরিয়ে এসেও সেবা পেলাম না। আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আবেদন ফরম জমা দিতে পারলাম না।’
সাভারের আশুলিয়া থেকে আসা সেবাপ্রত্যাশি আসাদ মিয়া বলেন, ‘এ নিয়ে তিন দিন আসলাম। এরপরও আবেদন ফরম জমা দিতে পারলাম না। পাসপোর্টের কর্মকর্তারা কিছু না বলে কাউন্টার বন্ধ করে চলে গেলেন। কেউ কোনো কিছু না জানিয়ে এভাবে চলে যাওয়া ঠিক হলো না। সাধারণ মানুষের সময়ের দাম নেই! সাভার থেকে তিন দিন আসা কতটা কষ্টের কেউ বুঝবে না।’
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এক সেবাপ্রত্যাশি বলেন, ‘অফিস থেকে ছুটি নিয়ে আসলাম। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আবেদন জমা দিতে পারলাম না। কিছু না বলে কাউন্টার বন্ধ করে চলে গেছে। নিরাপত্তাকর্মীরা আমাদের আগামীকাল আসার পরামর্শ দিচ্ছেন। আমাদের সময়ের মূল্য নেই! আবার আগামীকাল যদি অফিসে ছুটি চাই, অফিস তো ছুটি দেবে না। এত দিন সার্ভার ডাউন ছিল। এখন ১ ঘণ্টা বেশি সেবা দিলে কী এমন ক্ষতি হতো বুঝি না। তিনটায় কাউন্টার বন্ধ করে তারা বাড়ি চলে গেছে।’
এদিকে কাউন্টার বন্ধ করে দেওয়ায় লাইনে থাকা লোকজনকে কাউন্টারের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরে তাদের দাবির মুখে প্রায় ৪০ মিনিট পর আবারও সেবা চালু হয়। তবে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।
মোহাম্মদপুর থেকে আসা শামীম নামে একজন জানান, ৩ টার দিকে আবেদন ফরম জমা নেওয়া বন্ধ করে দেয়। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পরে কর্মকর্তারা তাঁদের আবেদন ফরম জমা নেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে